শিশুর স্থূলতার জন্য দায়ী কম ঘুম
আপনার সন্তান কি কম ঘুমোয়? তবে তা ওর জন্য ওয়েসিটির কারণ হতে পারে৷ নতুন এক গবেষণায় গবেষকরা জানিয়েছেন ছোটবেলা থেকে যদি শিশুর ঘুমের পরিমাণ কম হয় তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ওজন বাড়ার সম্ভবনা দেখা দিতে পারে ও চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে৷ শিশুটি স্থূলতার শিকার হতে পারে৷ যদিও এই গবেষণায় মাধ্যমে গবেষকেরা কোনো উপযুক্ত প্রমাণ পাননি৷ আমেরিকার মাস জেনারেল হসপিটাল ও শিশু রোগ বিশেষজ্ঞ এল্সী টাবরস জানিয়েছেন, ছোটবেলার শিশুর কম ঘুম ওবেসিটি ও চর্বি বাড়ার একটি প্রধান কারণ৷ তিনি জানান,...
Posted Under : Health News
Viewed#: 27
আরও দেখুন.

